বারি ড্রাগন ফল-১
বৈশিষ্ট্য : ড্রাগনফল ক্যাকাটেসি (Cactaceae) পরিবাবভুক্ত দীর্ঘজীবি অত্যাধিক প্রশাখা শাখা সমৃদ্ধএকটি আরোহী (Climbing) লতা জাতীয় উদ্ভিদ। এ ফলটি সরাসরি ভক্ষণ ছাড়াও এ থেকে জ্যাম, জেলি, জুস ও ক্যান্ডি তৈরী করা যায়। ফলটি আয়রণ, ভিটামিন-সি এবং অ্যান্টিঅক্রিডেন্টসমৃদ্ধ।
উপযোগী এলাকা : এর উৎপত্তি মধ্য ও দক্ষিণ আমেরিকা হলেও বর্তমানে বাংলাদেশসহ এশিয়ার বিভিন্ন দেশে চাষাবাদ হচ্ছে।
বপনের সময় : সাধারণত জুন থেকে আগস্ট মাস পর্যন্ত চারা লাগানোর উত্তম সময় তবে যদি সেচ সুবিধা থাকে তাহলে সারা বছরই চারা লাগানো যায়।
মাড়াইয়ের সময়: জুন থেকে ডিসেম্বর
ফলন: ২০.৬ টন/হেক্টর/বছর

রোগবালাই ও দমন ব্যবস্থা
দমন ব্যবস্থা:
কান্ড পঁচা প্রতিকার আক্রান্ত ডাল কেটে ফেলতে হবে এবং কর্তিত অংশে বর্দোপেষ্ট লাগাতে হবে। আক্রান্ত গাছে ইন্ডোফিল এম-৪৫ (০.২%) অথবা বর্দোমিশ্রণ (১%) স্প্রে করতে হবে।
এ্যানথ্রাকনোজ প্রতিকার আক্রান্ত কান্ড, ফুল ও ফল সংগ্রহ করে পুড়িয়ে ফেলতে হবে। রোগের লক্ষণ দেখা দিলে ব্যাভিস্টিন অথবা নোইন ৫ ডব্লিউপি প্রতি লিটার পানির সাথে ২ গ্রাম হারে মিশিয়ে ১০-১৫ দিন পর পর ২-৩ বার স্প্রে করতে হবে।
পোকামাকড় ও দমন ব্যবস্থা
দমন ব্যবস্থা:
সার ব্যবস্থাপনা
গাছের বয়স | সারের নাম ও পরিমাণ | |||||
পঁচা গোবর (কেজি) | ইউরিয়া (গ্রাম) | টিএসপি (গ্রাম) | এমওপি(গ্রাম) | বরিক এসিড | ||
১-২বছর | ১০ | ২০০ | ২৫০ | ২০০ | ২০ | |
৩-৫বছর | ১৫ | ৪৫০ | ৪০০ | ৪০০ | ৩০ | |
৬-৯বছর | ২০ | ১০০০ | ১২০০ | ৮০০ | ৪০ | |
১০ বছরের তদুর্ধ | ৩০ | ১২০০ | ১৫০০ | ১০০০ | ৫০ |