কৃষিতে সজিনা পাতার গুরুত্বপূর্ণ ব্যবহার রয়েছে। প্রাকৃতিক হরমোন ও বালাইনাশক হিসেবে সজিনা পাতার রসের কার্যকার ভূমিকা রয়েছে, যা বিশ্বব্যাপী বৈজ্ঞানিকভাবে পরিক্ষীত।
গ্রোথ হরমোন তৈরির পদ্ধতি:
-৪০ দিন বয়সি পাতা বেছে নিতে হবে। (আগার নরম পাতা)
-ব্লেন্ডারে বা পাটায় পিষে এর রস বের করুন। ব্লেন্ড করতে কিছুটা পানি ব্যাবহার করতে হবে।
-২০ থেকে ৩০ গুন পানি মিশিয়ে মিশ্রন তৈরি করতে হবে। মিশ্রনে কিছুটা ওয়াশিং পাওডার ব্যবহার করুন।
-প্রতিটি উদ্ভিদ উপর ২০/২৫ মিলি স্প্রে করতে হবে। (মোট কথা গাছে যেমন শিশির পরে, ঠিক তেমনি গাছে মিশ্রন স্প্রে করতে হবে)
-মিশ্রন ফ্রীজে (৪ ডিগ্রি ফারেনহাইটে) ১ বছর সংরক্ষণ করা যায়।)
স্প্রে এর প্রভাব:
-শিশু গাছপালার বৃদ্ধি দ্রুততর করে।
-গাছপালা দৃঢ় করে, কীটপতঙ্গ এবং রোগের প্রতিরোধী।
-গাছের জীবনকাল বৃদ্ধি করে।
-অধিক হারে শিকড়, ডালপালা এবং পাতাকে বৃদ্ধি করে।
-অধিক ফল উৎপাদন করে।
-ফল বড় হয়।
-ফসলে ২০-৩৫ শতাংশ ফলন বৃদ্ধি করে।
যারা ছাদ বাগান করছেন তাদের জন্য সজিনার গ্রোথ হরমোন খুবই উপযোগী।
এখন থেকে আমাদের কাছেই পাবেন এই গ্রোথ হরমোন।
আগে জানতাম না। এখন ট্রাই করে দেখা দরকার। ধন্যবাদ ভাই।
সংগ্রহশালায় একটি প্রোডাক্ট পোষ্ট দেন। দাম ও বিবরন সহ। যাতে আমরা সবাই কিনতে পারি।